SRINAGAR JAMA MASJID

টানা ৮ সপ্তাহ জামা মসজিদে শুক্রবারের নামাজ বন্ধ

জাতীয়

sri nagar jama masjid jammu and kashmir bengali news

টানা ৮ সপ্তাহ শ্রীনগরের জামা মসজিদে নামাজ পড়তে পারছেন না জম্মু-কাশ্মীরের মানুষ। শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসনকে এমন অভিযোগ জানাল জামা মসজিদের পরিচালনা কমিটি বা অঞ্জুমান অওকাফ। 

অঞ্জুমান অওকাফের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাশ্মীরের বৃহত্তম প্রার্থনাস্থলে টানা ৮ সপ্তাহ প্রার্থনা করতে পারছেন না মুসলমানরা। কাশ্মীর প্রশাসন মসজিদের ইমাম মিরওয়াইজ-এ-কাশ্মীর মহম্মদ উমর ফারুককে গৃহবন্দী করে রেখেছেন। তিনি তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না।

বিবৃতিতে অঞ্জুমান জানিয়েছে, জামা মসজিদের কয়েক শো বছরের ইতিহাসে এই প্রথম টানা ৮ শুক্রবার মসজিদের মিহরাব বাকরুদ্ধ রইল। 

অঞ্জুমানের তরফে  কাশ্মীর প্রশাসনের ‘বিদ্বেষমূলক’ মনোভাবের তীব্র সমালোচনা করে উমর ফারুকের দ্রুত মুক্তির দাবি জানানো হয়েছে। তাঁরা বলছেন, এর মাধ্যমে ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে প্রশাসন। সাধারণ মানুষের আবেগেও আঘাত করা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment