বলতে পারো — অমল কর — নতুনপাতা, ২৬ জুন ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. হকিবিশ্বে ৪০০ বা তদুর্ধ্ব ম্যাচ খেলেন কোন্ কোন্ ভারতীয় হকি খেলোয়াড়?
২. ইংল্যান্ডের কোন্ বিখ্যাত ফুটবলার এবার নাইটহুড (স্যার) উপাধি পেলেন?
৩. সত্যজিৎ রায় পরিচালিত মোট কতগুলো চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেন।
৪. জননী যন্ত্রণা-র বিখ্যাত কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় কে।
৫. কেরালা,গুজরাত,উত্তরাখণ্ড,গোয়া ও ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম বলো।
৬. আফ্রিকা মহাদেশে মোট কতগুলো দেশ আছে?
সমাধান
১. হকিবিশ্বে সর্বাধিক ম্যাচ খেলেন হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতি দিলীপ তিরকে, ৪১২ টি ম্যাচ।
ভারতের মিডফিল্ডার মনপ্রীত সিং অলিম্পিক, এশিয়ান গেমস,
চ্যাম্পিয়ন ট্রফি সহ সব মিলিয়ে
মোট ৪০০ তম ম্যাচ খেলেন প্রো হকি লিগে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে।
২. ইংল্যান্ড ফুটবল দলের অপরিহার্য প্রাক্তন খেলোয়াড় এবার নাইডহুড (স্যার) উপাধি পেলেন।
৩. সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার, তিনকন্যা, অভিযান, চারুলতা, সোনার কেল্লা ইত্যাকার মোট ১৪টি চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেন ।
৪. জননী যন্ত্রণা-র বিখ্যাত প্রগতিশীল কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়(জন্ম১৭/০৬/১৯২০) একজন বিশিষ্ট কবি ও শিক্ষক বহু গ্ৰন্থ প্রণেতা রবীন্দ্র স্মৃতি পুরস্কার জয়ী 'সোভিয়েত দেশ' পত্রিকার অন্যতম প্রধান লেখক ও অনুবাদক এবং 'পরিচয়' পত্রিকার যুগ্ম-সম্পাদক।
৫. কেরালা, গুজরাত, গোয়া, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড রাজ্যের রাজধানীর নাম যথাক্রমে তিরবনন্তপুরম,গান্ধিনগর, পানাজি,দেরাদুন ও রাঁচি।
৬. আফ্রিকা মহাদেশে মোট ৫৪ টি দেশ আছে।
Comments :0