ধর্মঘটের প্রচার মিছিলে জনপ্লাবন। ‘বাধা দিলে বাঁধবে লড়াই’- প্রচার মিছিলে সেই বার্তায় উত্তাল হলো খড়্গপুর, ঘাটাল, মেদিনীপুর- জেলার তিন মহকুমা শহর।
কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক কৃষক মারা পদক্ষেপ, কর্পোরেটের স্বার্থ রক্ষায় দালালির শ্রম কোড আইন ও নয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে আপসহীন লড়াইকে আরোও সংহত ঐক্যবদ্ধ করে বিভাজনের রাজনীতিকে রুখে দেওয়ার আহ্বানে শ্লোগান মুখরিত মিছিলে আলোড়ন পড়ে প্রতিটি স্থানে।
পশ্চিম মেদিনীপুর জেলার সব মিছিলেই আহ্বান, শামিল হোন কারখানার শ্রমিক, মুটিয়া মজদুর, কাজ না পাওয়া জমিদাতা পরিবার ও কাজ হারানো শ্রমিক। মহিলাদের অংশ গ্রহণ ছিলো নজর কাড়া। এঁদের সিংহ ভাগই খেতমজুর পরিবারের। শ্রমজীবী কৃষিজীবী মানুষের দাবির সঙ্গে উল্লেখযোগ্য জবকার্ড বাঁচানো ও একশো দিনের কাজ চালুর দাবিতে অংশ নেওয়া শতশত জবকার্ড হোল্ডার মানুষের দাবি।
খড়্গপুর শহরের ইন্দা সূর্যসেন সরণী থেকে মিছিল শুরু হয়ে ৪ কিমি পথে বড়বাতি মোড় পর্যন্ত হয়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ ফেডারেশন গুলির ব্যানারে মিছিলে শামিল হোন সিআইটিইউ নেতৃত্ব বিজয় পাল, কমল পলমল, সবুজ ঘোড়াই, বাম শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব ভট্ট, মিহির পাহাড়ি, অমিতাভ দাস প্রমুখ।
Strike 9 July Medinipur
ধর্মঘটের প্রচারে মিছিলে জনপ্লাবন খড়্গপুর, ঘাটাল, মেদিনীপুরে

×
Comments :0