China Cuba

কিউবার ওপর আরও নিষেধাজ্ঞা আমেরিকার, কড়া প্রতিবাদ চীনের

আন্তর্জাতিক

কিউবার ওপর আমেরিকার চাপানো অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সরব হলো চীন। 
বুধবার আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিবাদে কড়া বিবৃতি দিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিঙ বলেছেন, ‘‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রের তালিকায় কিউবাকে রেখেছে আমেরিকা। সম্পূর্ণ অসত্য অভিযোগ তুলে কিউবার ওপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞা।’’
কিউবা আমেরিকার নতুন উদ্যমে চাপানো আক্রমণকে সার্বভৌমত্বের ওপর আঘাত আখ্যা দিয়েছে। কিউবা বলেছে তাদের আত্মসমর্পণ করাতে চাইছে আমেরিকা। এর আগে বহুবার সেই চেষ্টা করলেও সফল হয়নি। 
এদিন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও বলেছেন, ‘‘গত ৬০ বছর ধরে আমেরিকা কিউবার ওপর বেআইনি অবরোধ এবং নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে। কিউবার মানুষের জীবন এবং উন্নয়নের ওপর আক্রমণ করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কে সর্বমান্য বিধিসমূহ পুরোপুরি উড়িয়ে দিয়ে আমেরিকা এই আক্রমণ জারি রেখেছে। কিউবার জনজীবনে বিপর্যয় নামিয়ে আনতে চাইছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে কিউবার পাঠানো চিকৎসা পরিষেবাতেও। অন্য দেশে চিকিৎসক বা চিকিৎসা পরিষেবা দিলে সংশ্লিষ্ট দেশকেও শাস্তির মুখে ফেলার হুমকি দেয় আমেরিকা। 
এই অবস্থায় চীন বলেছে, আমরা দৃঢ়ভাবে কিউবার নিজস্ব উন্নয়নের রাস্তাকে সমর্থন জানাচ্ছি। তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমেরিকার চাপানো বেআইনি নিষেধাজ্ঞার।

Comments :0

Login to leave a comment