India vs England Test Series

এজবাস্টনে দ্বিতীয় দিনের শেষে ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

এজবাস্টনে ভারত ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড । প্রথম ইনিংসে শুভমন গিলের দ্বিশতরানের পর । তিনি আউট হন ২৬৯ রান করে। তারপরই  একে একে পড়তে থাকে ভারতের উইকেট। ওয়াশিংটন সুন্দর আউট হন ৪২ রানে। আকাশদ্বীপ ৬ , সিরাজ  ৮ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৫ রানে আউট হন। তবে পাহাড়প্রমাণ লক্ষ্যপূরণে নেমে মাত্র ২০ ওভারে মাত্র ৭৭ রান করেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। বেন ডাকেট ও পোপকে ০ রানে প্যাভিলিয়নে পাঠিয়েছেন আকাশদ্বীপ এবং জ্যাক ক্রলিকে ১৯ রানে আউট করেছেন সিরাজ। বর্তমানে ক্রিজে রয়েছেন জো রুট ( ১৮ রান ) এবং হ্যারি ব্রুক ( ৩০ রান ) ।

Comments :0

Login to leave a comment