Calcutta Football League

১০ জনের সুরুচি সংঘের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

খেলা

নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। শক্তিশালী সুরুচি সংঘ ইস্টবেঙ্গলের চোখে চোখ রেখেই খেলে যাচ্ছে। কোচ রঞ্জন ভট্টাচার্য দারুণ স্ট্র্যাটেজিতে খেলাচ্ছেন সুরুচিকে। ১৮ মিনিটের মাথায় সুরুচির জনি কম একটি গোলের সুযোগ মিস করেন। মূলত ইস্টবেঙ্গলের ডান দিক থেকেই আক্রমণ করছে সুরুচি সংঘ। বেশিরভাগ সময়টাই রক্ষণ সামলাচ্ছিলেন ইস্টবেঙ্গলের মনোতোষ, চাকু মান্ডিরা। সুরুচির বেদস্বর ও হাওকিপ মাঝমাঠে নজর কাড়ছিলেন। বেশ কয়েকটি গোলের সুযোগ দুই দলই তৈরি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে। একটি প্রতিআক্রমণ থেকে সুরুচির বলরাম মান্ডি বল মিস করায় ফাঁকা বল থেকে গোলরক্ষককে কাটিয়ে সুন্দর ফিনিশ করেন গুইতে

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোল শোধ দেন সুরুচির কার্মন্য বানসাল । ৫৫ মিনিটে সুরুচির ডিম্পল ভগতের শট পোস্টে লেগে ফিরে আসে। সুরুচির বেদশ্বরের ফের একটি হেড পোস্টে লেগে ফিরে আসে । ৬৮ মিনিটে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন সুরুচির বাবলু ওরাও। প্রায় ২২ মিনিট সুরুচিকে ১০ জনে পেয়েও গোল করতে ব্যার্থ হয় লাল হলুদ। 

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন