বই — মুক্তধারা, বর্ষ ৩
গণআন্দোলনই পথ
প্রদোষকুমার বাগচী
বর্তমানে ভারতে সাম্প্রদায়িক দলগুলির ফাসিবাদ কায়েমের প্রবণতা দেশ জুড়ে উথাল পাথাল আলোড়ন তুলে দিয়েছে। বিগত কয়েক দশকে গণতন্ত্রের দিকে ভারতীয় সমাজ যতটুকু অগ্রসর হয়েছিল তাকে নস্যাৎ করার চেষ্টা চলছে নানাভাবে। এই প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রাম কঠিন হলেও দেশজুড়ে কৃষক আন্দোলন, দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের আন্দোলন ফ্যাসিবাদ কায়েমের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলনে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষত বামপন্থী ও গণআন্দোলনের কর্মী, তাঁদের জন্যই লেখা হয়েছে বইটি। পূর্বে প্রকাশিত ‘সমাজ শ্রেণী রাজনীতি’ এবং‘বামপন্থা ও গণতন্ত্র’ শীর্ষক দুটি বইয়ের সঙ্গে তিনটি অগ্রন্থিত রচনা নিয়ে এই বই। সম্প্রতি লেখক প্রয়াত হয়েছেন। কিন্তু বইটি তাৎপর্য হারায়নি। যতদিন সমাজে বৈষম্য ও মানুষের উপর নিপীড়ন ও অত্যাচার চলবে ততদিন অব্যাহত থাকবে লড়াই। সেই লড়াইয়ের রূপ কি হবে, ভারতের নির্দিষ্ট পরিস্থিতিতে জাতি-বর্ণ ও অন্যান্য পরিচিতিভিত্তিক সংগ্রামের তাৎপর্য কি, বামপন্থার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কেমন হবে এবং এই লড়াই সংগ্রামে সাধারণ জনসমাজ কীভাবে চালিকাশক্তি রূপে ভূমিকা পালন করতে পারে তার উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইটিতে।
প্রবন্ধ সংগ্রহ
সন্তোষ রানা। গাঙচিল : কলকাতা। ৫৫০টাকা।
Comments :0