দেশজুড়ে ধর্মঘটে শামিল হচ্ছেন বিদ্যুৎকর্মীরা। উত্তর প্রদেশের দু’টি বিদ্যুৎ সংবহণ সংস্থাকে বেসরকারিকরণ করছে বিজেপি সরকার। প্রতিবাদে শামিল দেশের লড়াকু প্রায় ২৭ লক্ষ বিদ্যুৎকর্মী।
বারবার বিভিন্ন রাজ্যে বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই থেকেছেন বিদ্যুৎকর্মীরা। মহারাষ্ট্রেও বিদ্যুৎকর্মীদের এককাট্টা লড়াইয়ে এর আগে পিছাতে হয়েছিল রাজ্যের সরকারকে। গত বৃহস্পতিবারই রাজ্যের ৩২টি বিদ্যুৎকর্মী ইউনিয়ন ফের যৌথ হুঁশিয়রি দিয়েছে সে রাজ্যের বিজেপি সরকারকে।
সর্বত্র কেন্দ্রের বিদ্যুৎ বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াইয়ে শামিল বিদ্যুৎকর্মীরা। স্মার্ট মিটারের বিরুদ্ধে তাঁরাই জনতাকে সচেতন করেছেন দেশের বিভিন্ন প্রান্তে। পশ্চিমবঙ্গেও স্মার্ট মিটার প্রকল্প স্থগিতে তৃণমূল সরকার বাধ্য হয়েছে আন্দোলনের জেরে।
উত্তর প্রদেশে রাজ্য সরকারের দু’টি বিদ্যুৎ সংবহণ সংস্থা বেসরকারিকরণ করতে নেমেছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সরকার। পূর্বাঞ্চল বিদ্যুৎ নিগম লিমিটেড এবং দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড রাজ্যের ৭৫ জেলার মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেয় ৪২টিতে।
অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সভাপতি শৈলেন্দ্র দুবে জানিয়েছেন বিদ্যুৎ কর্মীদের পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়র এবং ইঞ্জিনিয়ররা শামিল থাকছেন ধর্মঘটে। ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ধর্মঘটে শামিল হওয়ার আবেদন জানিয়েছিল। বিদ্যুৎ বেসরকারিকরণের মতলব সাধারণ গ্রাহকদের থেকে টাকা আরও শুষে নিয়ে বেসরকারি সংস্থার মালিকদের আরও মুনাফার ব্যবস্থা করে দেওয়া। লাফিয়ে বাড়ানো হবে বিদ্যুতের মাশুল।
৯ জুলাই বিদ্যুৎকর্মীরা বিক্ষোভ দেখাবেন হায়দরাবাদ, ত্রিবান্দ্রম, বিজয়ওয়াড়া, চেন্নাই থেকে শিলঙ বা কলকাতার মতো দেশের শহরে শহরে।
9 July Power Sector
উত্তর প্রদেশে দুই বিদ্যুৎ সংস্থা বেচছে বিজেপি, ৯ জুলাই ধর্মঘটে দেশের ২৭ লক্ষ বিদ্যুৎকর্মী

×
Comments :0