ইজরায়েলি সামরিক বাহিনী রাষ্ট্রসংঘকে জানিয়েছে যে তারা উত্তর গাজায় বসবাসকারী আনুমানিক ১ লক্ষ মানুষকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যেতে হবে। রাষ্ট্রসংঘের আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিকের মতে, সেনাবাহিনী বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে জাতিসংঘকে বলেছে যে ‘‘ওয়াদি গাজার উত্তরে গাজার পুরো জনসংখ্যাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তর করতে হবে"। প্রতিক্রিয়ায় দুজারিক বলেছেন, ‘‘বিধ্বংসী অমানবিক পরিণতি’’ ছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয় যা এড়াবার জন্য ইজরায়েলকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেন তিনি।
যার পাল্টা প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়ে, রাষ্ট্রসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন যে তারা হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানে ‘‘যারা জড়িত নয় তাদের ক্ষতি কমাতে’’ গাজার বাসিন্দাদের জন্য এটি একটি প্রাথমিক সতর্কতা মাত্র। হামাসের সাথে সংঘাতের ষষ্ঠ দিনে ইজরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। হামাস ১৫০ জনকে বন্দী করেছে এবং ইজরায়েল বলেছে যে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবে না।
Comments :0