Encounter

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে হত ১৬ মাওবাদী

জাতীয়

শনিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিণীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো অন্তত ১৬ মাওবাদীর। রাত থেকে চলা এইগুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই পুলিশকর্মীও। বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ১৬ জন মাওবাদী নিহত হয়েছেন। তিনি বলেন, কেরলাপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শুরু হওয়া অভিযানে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা অংশ নিচ্ছেন। এলাকা ঘিরে ধরে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। এই অভিযানে দুইজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন, তিনি এদিন দাবি করেছেন, নিরাপত্তা বাহিণীর উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক বুঝে এদিন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। বেশ কিছুক্ষণ দু’তরফের মধ্যে গুলির লড়াই চলে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। জারি আছে তল্লাশি অভিযান। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বর্তমানে সংঘর্ষস্থল এবং আশেপাশের বনাঞ্চলে নিবিড় তল্লাশি চালাচ্ছে। অভিযান শেষ হওয়ার পরে একটি বিস্তারিত বিবৃতি জারি করা হবে। বস্তারের ইন্সপেক্টর জেনারেল সুন্দররাজ পি এদিন বলেন, ‘‘বেদমাকোটিরকাছে মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে একজন জওয়ান আহত হয়েছেন। আহতকে নারায়ণপুরের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। তবে আহত জওয়ানের অবস্থা স্থিতিশীল।“

Comments :0

Login to leave a comment