তৈরির আগেই বিহারে ভেঙে পড়ল সেতু। মৃত ২ শ্রমিক, আটকে আরও অনেক। বিহারের সুপৌল জেলায় নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে মৃত্যু হল অন্তত ২ জনের। ধসে পড়া সেতুর অংশের নীচে কমপক্ষে ৪০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে।
কোশী নদীর উপর বকৌর থেকে ভেজার মধ্যে যে সেতুর নির্মাণ করা হচ্ছিল, তা দেশের দীর্ঘতম সড়ক সেতু।
সেতুরটির ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের মাঝে থাকা স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার সকালে মরিচার কাছেই ওই নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়েছে বলে খবর। এই ঘটনায় সেতু নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা হয়েছে, তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিহারের সুপৌলের জেলাশাসক জানিয়েছেন, কোশী নদীর উপর বকৌর থেকে ভেজার মধ্যে যে সেতুর নির্মাণ করা হচ্ছিল,তা ভেঙে পড়েছে। দুর্ঘটনায় এখনও অবধি দুই জনের মৃত্যুর খবর মিলেছে। আহত নয়জন। উদ্ধারকাজ শুরু চলছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments :0