Jammu and Kashmir Cloudburst

মেঘভাঙা বৃষ্টিতে ৩জনের মৃত্যু জম্মু ও কাশ্মীরে

জাতীয়

মেঘভাঙা বৃষ্টিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের রামবন জেলায়।
রবিবার জম্মু ও কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে রামবনের সেরি বাঙ্গা এলাকায় বেলার দিকে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে চারপাশ। 
রামবনের ডেপুটি কমিশনার বসির উল হক সংবাদমাধ্যমে বলেছেন যে রাত থেকে বৃষ্টি চলছিল। বেলার দিকে কম সময়ের মধ্যে হুড়মুড়িয়ে বৃষ্টি নামে। হড়পা বানে ভেসে যায় বহু এলাকা। ধসে পড়ে মাটি। জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর বহু গাড়িও ভেসে গিয়েছে। 
প্রশাসন জানিয়েছে, ত্রাণের কাজে দ্রুততার সঙ্গে নামা হয়েছে। ধসের এলাকা থেকে বের করে আনা হচ্ছে বাসিন্দাদের। তবে জলকাদা ভেঙে উদ্ধারের কাজে সময় লাগছে। অন্তত একশো বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে বিপন্ন বিভিন্ন এলাকা থেকে।

Comments :0

Login to leave a comment