Bihar Murder

পরপর ৩ খুন বিহারে, সুশাসনের দাবি উপমুখ্যমন্ত্রীর!

জাতীয়

বিহারের উপমুখ্যমন্ত্রীর দাবি ঘিরে বাড়ল ক্ষোভ।

চব্বিশ ঘন্টায় দুষ্কৃতী তাণ্ডবে রাজ্যে নিহত ৩ নাগরিক। নবিহতদের একজন ব্যবসায়ী, একজন পশু চিকিৎসক, আরেকজন মুদি দোকানের মালিক। ঠিক তারপরই রাজ্যে সুশাসনের দাবিতে লম্বা ভাষণ দিলেন বিজেপি নেতা এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। 
শনিবার বিহারের সীতামারিতে এক ব্যবসায়ী মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে দুষ্কৃতীরা। সিসিটিভি-তে মিলেছে ফুটেজ। ঘটনাস্থল সীতামারির মেহসুল চক, অন্যতম জনবহুল এলাকা। এই ব্যবসায়ী পুটু খানকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তবে বাঁচানো যায়নি।
এর আগে পাটনায় গান্ধী ময়দানে জেলা শাসকের আবাসস্থলের কাছে দুষ্কৃতীরা ঘিরে ধরে হত্যা করেছি এক ব্যবসায়ীকে। সেই ঘটনারও সিসিটিভি ফুটেজ গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছিল। 
সীতামারির হত্যাকাণ্ডে পরিবার দীর্ঘক্ষণ দেহ আটকে রেখেছিল ক্ষোভে। ময়নাতদন্তের জন্য দেহ নিতে দেয়নি অনেকটা সময়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক সংঘাতের জরে এই খুন। 
কয়েক ঘন্টা পরই পাটনা জেলা এলাকায় সুরেন্দ্র কুমার নামে এক পশু চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ওই চিকিৎসক খেতে জল দিচ্ছিলেন। বাইকে একদল লোক ঘিরে ধরে গুলি চালায়। 
শুক্রবার পাটনা শহরেরই এক মুদি দোকান মালিককে গুলি করে হত্যা করা হয়। 
জনরোষের জেরে জনতা দল (ইউ)-বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলতে হয়েছে শরিক নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে। তিনি বলেছেন, ‘‘আর কত খুন দেখতে হবে বিহারবাসীকে। পুলিশ কোন দায়িত্ব পালন করছে বোঝা মুশকিল!’’ 
এদিকে উপমুখ্যমন্ত্রীর দাবি বিরোধী দল আরজেডি’র লোকজন বিভিন্ন অপরাধে জড়িত। সরকার ব্যবস্থা নিচ্ছে। সেই মন্তব্য ঘিরে ক্ষোভ জানিয়েছে আরজেডি।
বিহার এমনিতেই তপ্ত জুনের শেষ থেকে চালু ভোটার তালিকার ‘বিশেষ গভীর সংশোধন’ নিয়ে তোলপাড়ে। তার ওপর আইন শৃঙ্খলার এই অবনতিতে কড়া প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment