Greetings from Fraternal Parties

বিশ্বের ৩৪টি কমিউনিস্ট পার্টি, রাজনৈতিক দলের অভিনন্দন বার্তা পার্টি কংগ্রেসে

জাতীয়

বুধবার মাদুরাইয়ে সিপিআই(এম) পার্টি কংগ্রেসে বামপন্থী নেতৃবৃন্দ।

মাদুরাইয়ে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠালো বিশ্বের ৩৪টি রাজনৈতিক দল। 
বুধবার, ২ এপ্রিল, থেকে তামিলনাডুর মাদুরাইয়ে শুরু হয়েছে পার্টি কংগ্রেস। অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। 
অভিনন্দন জানিয়েছে প্যালেস্তাইন পিপলস পার্টি। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, শ্রীলঙ্কার জনতা বিমুক্তি পেরুমনা জানিয়েছে অভিনন্দন।
ভেনেজুয়েলা, ব্রাজিল এবং চিলির কমিউনিস্ট পার্টিও জানিয়েছে অভিনন্দন। 
চীনের কমিউনিস্ট পার্টি অভিনন্দন বার্তায় বলেছে, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্বব্যবস্থা আজকের সময়ে নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত-চীনের সুসম্পর্ক দু‘দেশের এবং গোটা অঞ্চলের স্বার্থবাহী। সিপিআই(এম)’র সঙ্গে দীর্ঘ সম্পর্ক মনে করিয়ে বার্তায় বলা হয়েছে, আজকের পরিস্থিতিতে চীনের কমিউনিস্ট পার্টি সিপিআই(এম) এবং ভারতের অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মতবিনিময় বাড়াতে আগ্রহী। আঞ্চলিক শান্তি এবং ভারত-চীন সম্পর্ক গভীর করতে আগ্রহী বলে জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। 
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বার্তায় বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সিপিআই(এম) বামপন্থী আন্দোলনের সংহতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে চলেছে। জনতার জীবনজীবিকা, গণতন্ত্র এবং শ্রমজীবী শ্রেণিগুলির অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে। শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী ভারত গড়ার পক্ষে এই পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বার্তায় বলা হয়েছে, অত্যন্ত জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। বেনজির দুর্নীতি, জাতীয় অর্থনীতির লুট, গণতান্ত্রিক রীতিনীতিকে ধ্বংসের দায় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন শাসনের পতন হয়েছে। বলা হয়েছে যে জনতা এবং ছাত্রদের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে আমাদের পার্টি। সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে বাম গণতান্ত্রিক জোট অভ্যুত্থানে যদিও নেতৃত্ব দিতে পারেনি। এই শূন্যতার সুযোগ নিয়ে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি দেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই শক্তির অনুপ্রবেশ ঘটেছে অন্তর্বর্তী সরকারের ভেতরেও। সাংবিধানিক সংস্কার এবং নীতিগত সংস্কারের চেষ্টা চালাচ্ছে এই শক্তি। যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক জামাত এ ইসলামি এবং হেফাজত এ ইসলামি।
বলা হয়েছে, এই পরিস্থিতিতেই বিভিন্ন এনজিও’র মাথারা মার্কিন সাম্রাজ্যবাদের মদতে নয়া উদারবাদের নীতি এবং বিরাজনীতিকরণের নীতি কার্যকর করছে। আমরা ২০২৫’র ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের দাবি জানিয়েছি। বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার স্লোগান নিয়ে লড়াইয়ে রয়েছি। 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অভিনন্দন বার্তায় বলা হয়েছে যে সে দেশের পরিস্থিতি জানিয়ে ভ্রাতৃপ্রতীম সংগঠন হিসেবে সিপিআই(এম)-কে বক্তব্য জানানো হয়েছে।  বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ মেনন জেলবন্দি। সেই পরিস্থিতি জানানো হয়েছে বার্তায়। বলা হয়েছে, নয়া উদারবাদী এবং ধর্মীয় অতি দক্ষিণপন্থী শক্তি জেলবন্দি করেছে এই মুক্তিযোদ্ধাকে। 
দু’দেশের স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ করতে এবং শোষণমুক্ত সমাজের জন্য শক্তিশালী শ্রেণি সংগ্রামের বার্তা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

Comments :0

Login to leave a comment