india vs england test series

মরণ বাচন ম্যাচে খেলতে পারেন বুমরা

খেলা

আগামী ২৩ তারিখ ভারত ইংল্যান্ড সিরিজে মরণ বাচন ম্যাচে নামবে ভারত। গত লর্ডস টেস্টে হেরে ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। তাই সমতা ফেরাতে ম্যানচেস্টারের এই চতুর্থ টেস্টে জিততেই হবে ভারতকে। অর্শদীপের জায়গায় ২৪ বছরের পেসার অংশুল কম্বোজকে দলে নেওয়া হয়েছে । সূত্র মারফত শোনা যাচ্ছে যে , এই ম্যাচে খেলতে পারেন বুমরাও। এই ম্যাচে জয় ছাড়া আর দ্বিতীয় কোনো ভাবনা নেই কোচ গৌতম গম্ভীরের। ফলে দলের সেরা বোলারকে খেলাতে বদ্ধপরিকর তিনি। এখনও পর্যন্ত আকাশদীপ ও বুমরা একসঙ্গে কোনো ম্যাচেই খেলেননি। এই সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল যে বুমরা মাত্র তিনটি টেস্টেই খেলবেন এই সিরিজে। তবে আপদকালীন পরিস্থিতিতে বুমরাকে চাইছে গোটা ম্যানেজমেন্ট। ফলে এই টেস্টে হয়তো রিসার্ভে জায়গা হতে চলছে লর্ডস টেস্টে ভারতীয় বোলিংয়ের নায়ক আকাশদীপের। সিরিজের সর্বশেষ টেস্ট  ওভালে বুমরার জায়গায় খেলবেন আকাশদীপ।

Comments :0

Login to leave a comment