Karnataka Bandh

কর্ণাটকে বনধের জেরে বাতিল ৪৪টি বিমান

জাতীয়

প্রতিবেশী তামিলনাড়ুতে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে কন্নড়া সংগঠনগুলির একটি মঞ্চ কন্নড় ওক্কুতার  ডাকা রাজ্যব্যাপী বনধের জেরে শুক্রবার বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৪টির মতো বিমান বাতিল করা হয়েছে। বিশদ বিবরণ অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে অপারেশনাল কারণে বিমানগুলি বাতিল করা হয়েছে এবং যাত্রীদের সময়মতো তা জানানো হয়েছে।


যদিও, সূত্র অয়শ্য জানিয়েছে যে, কর্ণাটক বনধের প্রভাবের কারণে বাতিল করা হয়েছে।  পাঁচজন কন্নড়পন্থী কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছিল কারণ তারা কর্ণাটকের পতাকা নিয়ে বিমানবন্দর প্রাঙ্গণে বিক্ষোভ করার জন্য প্রবেশ করেছিল। সূত্র জানায়, আটক পাঁচজন বিমানবন্দর চত্বরে প্রবেশের জন্য বিমানের টিকিট বুক করেছিল।

Comments :0

Login to leave a comment