Ramakrishna Mission

রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেপ্তার পাঁচ, মূল অভিযুক্ত পলাতক

রাজ্য

ভক্তিনগর থানার অন্তর্গত শিলিগুড়ি সেবকরোডস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর জমি মাফিয়াদের আক্রমণের ঘটনায় সোচ্চার হয়েছে গোটা শহরবাসী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার। অবিলম্বে ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে এর প্রতিবাদে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানিয়েছিলেন। শহর জুড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় ওঠে। এরপরে ক্ষোভের আঁচ বুঝতে পেরেই নড়েচড়ে বসলো প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান চালিয়েই ঘটনায় যুক্ত পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতরা হলো ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা শম্ভু দাস, দেবাশীষ সরকার, শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এবং মাটিগাড়া এলাকার বাসিন্দা রাজু বসাক। বুধবার ধৃতদের পুলিশী হেফাজতে নেবার আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। যদিও মূল অভিযুক্ত প্রদীপ রায়ের কোন খোঁজ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
এই গ্রেপ্তারের খবর জানিয়ে বুধবার এক সাংবাদিক বৈঠক করে ডিসিপি দীপক সরকার জানান, ওই রাতের পর থেকে আশ্রমের মূল গেটে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিলো। বর্তমানে সেই তালা খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি নজরে রাখতে সেখানে সাতজনের একটি পুলিশের দল মোতায়েন করা হয়েছে। রামকৃষ্ণ মিশনে মূল অভিযোগ ছিলো, গত ১৯ মে রাতের গভীর রাতে প্রায় সাড়ে তিনটা নাগাদ প্রদীপ রায় নামে এক ব্যক্তির নেতৃত্বে ১০/১২জন দুষ্কৃতীদের একটি দল রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা রক্ষী সহ সন্ন্যাসীদের ওপর চড়াও হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায়। মারধোর করে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সন্ন্যাসীরা। শুধু তাই নয়, সন্ন্যাসীদের অপহরণ করারও অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কয়েকজন এই ঘটনার সাথ যুক্ত রয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে। 
ডিসিপি আরো জানান, তদন্তে নেমে দেখা গেছে এই ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় মিশনের কয়েকজন সন্ন্যাসীদের নামে জামিন অযোগ্য ধারায় পাল্টা অভিযোগ দায়ের করেছে ভক্তিনগর থানায়। তার দাবি, উত্তরাধিকার সূত্রে রামকৃষ্ণ মিশনের জমিটি সে পেয়েছে। যদিও পরবর্তীতে ভূমি রাজস্ব দপ্তর থেকে পুলিশ জানতে পেরেছে ওই জমির মালিকানা প্রদীপ রায়ের নামে নেই। জমিটি রামকৃষ্ণ মিশনকেই দান করা হয়েছিলো। জমির বর্তমান মালিকানা রামকৃষ্ণ মিশনের। পলাতক অভিযুক্ত প্রদীপ রায়ের খোঁজে তল্লাশি চলছে। 

Comments :0

Login to leave a comment