Haltu

হালতুতে আক্রান্ত মহিলা নেত্রী

কলকাতা

গত বুধবার রাতে কলকাতা পৌরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লিত্র মহিলা নেত্রী নমিতা সাউ এর ওপর তৃণমূলী গুন্ডারা আক্রমন করে। নির্মম ভাবে মারধর করা হয় বৃদ্ধাকে। তাঁর মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 
এবিষয়ে কসবা থানায় অভিযোগে দায়ের করা হয়েছে। কিন্তু কেবল মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী দুস্কৃতি বাহিনী এখনও অঞ্চলে দাপিয়ে বেরোচ্ছে।
নমিতা সাউ পরিবারের ভরনপোষনের জন্য একটি খাওয়ার দোকান চালান। দুস্কৃতিবাহিনী এই দোকানের ওপরেই হামলা চালায়।

Comments :0

Login to leave a comment