মঙ্গলবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতেও। সেইসঙ্গে কেঁপেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়ও। এদিন ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। পশ্চিম মেদিনীপুর শহর কেঁপে উঠে সাত সকালে। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী সমুদ্র উপকূলবর্তী দীঘা, জুনপুট, কাঁথিতেও । আজ মঙ্গলবার সকাল ছটা ১০ মিনিট নাগাদ কেঁপে ওঠে ঘরবাড়ি, ঝন ঝন করে বাজতে থাকে বাসন-কোসন ,দুলে যায় ভোর বেলায় শুয়ে থাকা মানুষের খাট , নড়ে যায় ফ্যান,ঘর বাড়ি। ভূমিকম্পের স্থিতিশীলতা ছিল ২ সেকেন্ড। ঘুমের ঘোরে সকালে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
Comments :0