উদ্বাস্তু প্যালেস্তিনীয়দের ছাউনিতেই ফের বোমা ফেলল ইজরায়েল। শনিবার গাজায় নিহতের সংখ্যা অন্তত ৫১। পশ্চিম গাজায় ছাউনিতে বোমা ফেলায় নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে ৪৩ জনের মৃত্যু হয়েছে গাজা সিটিতেই। প্রায় সাড়ে ৪ লক্ষ বাসিন্দা শহর ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
এদিনই গাজার প্রতিরোধী সশস্ত্র সংগঠন হামাস বিবৃতিতে তাদের হাতে বন্দি ৪৮ জনের ছবি প্রকাশ করেছে। হামাসের সামরিক শাখার উল্লেখ করে ইজরায়েলের উদ্দেশ্যে বলা হয়েছে, এই বন্দিরা গাজা সিটি এবং আশেপাশে রয়েছে। ইজরায়েলের সেনা যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাতে প্রাণ সংশয় হতে পারে এই বন্দিদের।
চলতি সপ্তাহেই হামাসের হাতে বন্দি ইজরায়েলীদের পরিবার জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন অভিযান করে প্রতিবাদ জানিয়েছে। ইজরায়েলীদের বড় অংশ রাস্তায় নেমে ক্ষোভ জানিয়েছে নেতানিয়াহুর ভূমিকায়। বলেছে যে প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ চালাচ্ছেন হামাসের সঙ্গে শান্তিচুক্তি না করে।
প্যালেস্তাইনের অপর প্রান্তে, পূর্ব জেরুজালেমে প্যালেস্তিনীয়দের নিজেদের জমি থেকে উচ্ছেদ করছে ইজরায়েলের সেনা। আনাটায় ১৩ একর জমির বাসিন্দা প্যালেস্তিনীয়দের সরে যেতে বলা হয়েছে।
Gaza
গাজায় নিহত আরও ৫১, ইজরায়েলের হামলা চলছেই

×
Comments :0