Pune Navale Bridge Accident

পর পর গাড়িতে ট্রাকের ধাক্কায় পুনেতে মৃত অন্তত ৭ , আহত ২০

জাতীয়

বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনে জেলার নাভলে ব্রিজে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।  ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুনের নাভালে ব্রিজ এলাকায়। প্রশাসন সূত্রে জানা গেছে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের সঙ্গে প্রায় ২০টি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। পুনে সিটি পুলিশের একজন আধিকারিক বলেন, সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি ট্রাক এবং একটি গাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজস্থানের রেজিস্ট্রেশনের নম্বর প্লেটের একটি ট্রাক সাতারা থেকে মুম্বাই যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি প্রায় এক কিলোমিটার চলতে থাকে এবং পথে কন্টেইনার, টেম্পো, মিনিবাস, গাড়ি, দুই চাকার গাড়ি এবং আরও বেশ কয়েকটি ছোট যানবাহনে ধাক্কা মারে। পুলিশের প্রাথমিক অনুমান ট্রাকটির ব্রেক ফেল হয়ে যায়। যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ধাক্কা এতটাই ভয়াভয় ছিল যে একই পথে ট্রাক এবং সামনের একটি কন্টেইনারের মাঝখানে আটকে যাওয়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুনে শহর পুলিশ এবং পুনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত গাড়ি এবং কন্টেইনার থেকে মৃতদেহগুলি উদ্ধার করে। ডিসিপি ট্র্যাফিক হিম্মত যাদব জানিয়েছেন যে ঘটনার পর সাতারা থেকে মুম্বাই যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।
ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্ভাজি কদম জানিয়েছেন, কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, এবং আরও অনেকে আহত হয়েছেন। তিনি আরও বলেন, মুম্বাই-বেঙ্গালুরু মহাসড়ক ধরে সাতারা থেকে মুম্বাই যাচ্ছিল একটি দ্রুতগামী ট্রাক। বিকেল সাড়ে পাঁচটার দিকে নাভালে ব্রিজের ঢালে ব্রেক ফেলের কারণে গতিপথ হারিয়ে ফেলে ট্রাকটি। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলি সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে বলে আশা করা হচ্ছে। আগামী দুই ঘন্টার জন্য মোটরচালকদের এই পথটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সাতারা থেকে মুম্বাই অভিমুখে যাতায়াতকারী যানবাহনগুলিকে বিকল্প হিসেবে পুরাতন কাটরাজ ঘাট রুট ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন ডেপুটি কমিশনার। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাকের চালকেরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Comments :0

Login to leave a comment