মদ্যপ অবস্থায় এক যুবকের হাতে প্রাণ গেল এক স্থানীয় অন্য এক যুবকের। দুজনের হাতাহাতিতে জখম হয় সেই যুবকও। আহত যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় কালিয়াচক থানার পুলিশ। মৃত ওই যুবকের নাম বিকাশ ঘোষ। বয়স ২৮ বছর। হোলির দিন মোটর বাইকে চড়ে এই যুবক যাচ্ছিল। সেই সময় মনোজ ঘোষ নামে এলাকার আরেক যুবক মদ্যপ অবস্থায় তাকে গালিগালাজ করে। উভয়ের মধ্যে হাতাহাতি বাধে। তখনই অভিযুক্ত ব্যক্তি বিকাশ ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকাশের মৃত্যু হয়। পাল্টা মারে আহত হয়েছে অভিযুক্ত মনোজ ঘোষ। সেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে।
MALDAHA
ধারালো অস্ত্র দিয়ে কোপ, প্রাণ গেলো মালদহের কালিয়াচকের এক যুবকের

×
Comments :0