ফের মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন মুকেশ আম্বানি। কাতারের রাজধানী দোহায় সেদেশের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভারতীয় এই বিত্তবান ব্যবসায়ীর। ট্রাম্পের সঙ্গেও কথাও হবে বলে জানাচ্ছে সংবাদসংস্থা।
গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বাদ রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার অনুষ্ঠানেও স্ত্রী নীতা আম্বানিকে নিয়ে যোগ দিয়েছিলেন মুকেশ। শপথের আগের দিন বাছাই করা একশোজনের সঙ্গে মোমবাতির আলোয় নৈশভোজ করেছিলেন ট্রাম্প। সেই বিশেষ অনুষ্ঠানেও ছিলেন আম্বানি, বিত্তের নিরিখে ভারতে প্রথম।
আমেরিকা এবং কাতার দু’দেশেই ব্যবসা রয়েছে আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর। রাশিয়ার থেকে অপরিশোদিত তেল কিনে রিলায়েন্স গ্যাসোলিনের মতো তৈরি পেট্রোপণ্য বিক্রি করে আমেরিকায়। সম্প্রতি ভেনেজুয়েলা থেকে তেল আমদানির জন্যও আমেরিকার ছাড় আম্বানি জোগার করেছিলেন বলে জানাচ্ছে সংবাদসংস্থা।
তবে ফের ট্রাম্প নিষেধাজ্ঞায় এনেছে ভেনেজুয়েলাকে। বিশ্বময় নিন্দিত আমেরিকার এই নীতিতে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করবে না। কিন্তু কেবল তা-ই নয়, তৃতীয় কোনও দেশ আমদানি বা রপ্তানি করলে তার ওপরও শুল্ক চাপাবে আমেরিকা। ভেনেজুয়েলার পেট্রোলিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ফের বসিয়েছেন ট্রাম্প। এবার ফের ছাড়ের জন্য কথা বলতে পারেন রিলায়েন্সের প্রধান।
গত ২০২০-তে ট্রাম্পের ভারত সফরের সময় আম্বানি সরকার স্তরে অনুষ্ঠানে অংশও নেন।
মার্কিন তথ্য প্রযুক্তি বহুজাতিক গুগল এবং মেটারও আম্বানির ডিজিটাল বাণিজ্যে বিনিয়োগ রয়েছে। আবার কাতারেও আম্বানির প্রকল্পের সরকারি স্তর থেকে অনুদান রয়েছে।
Trump Ambani
রিয়াধে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন আম্বানি

×
Comments :0