মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের অন্যতম অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনার তিন মাস পর বিহার থেকে গ্রেপ্তার করা হলো কৃষ্ণ রজককে।
এই অভিযুক্তকে গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। কৃষ্ণ রজক এবং বাবলু যাদব এই দু’জন খুনের ঘটনায় মূল অভিযুক্ত। যদিও বাবলু যাদবকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তাদের ধরতে বিহারের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে পুলিশ। কৃষ্ণকে জেরা করে বাবলুর খোঁজ করছে পুলিশ। দুলাল সরকার খুনের ঘটনায় মালদহ শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ পাঁচ জনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।
DULAL SARKAR TMC
ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলার খুনে ধৃত আরও এক

×
Comments :0