মেদিনীপুর শহরে আদিবাসী পরিবারকে নিগ্রহের শিকার হতে হলো। বাড়িতে চড়াও হয়ে চলেছে মারধর। সেই সঙ্গে ছুটে এসেছে বিদ্বেষে ভরা মন্তব্য। গোটা বিষয়টি নিয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ।
থানায় দায়ের অভিযোগে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে চম্পাই হেমব্রমের বাড়িতে হয়েছে এই হামলা। গত ১৫ মার্চ রাত ১০:৩০ নাগাদ চম্পাই হেমব্রমের বাড়িতে আক্রমণ চালায় সেক উজিব সহ প্রায় ৪০ জন দুষ্কৃতী। চম্পাই হেমব্রমকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এলে তাঁর পুত্র ও পুত্রবধূকেও মারধর ও কুরুচিকর কথা বলা হয়। গুরুতর আঘাত নিয়ে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি। সেলাই পড়েছে ক্ষতস্থানে। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের জেলা সম্পাদক সুকুমার মুর্মু অভিযোগে লিখেছেন, চম্পাই হেমব্রম ও তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Attack on tribal family
মেদিনীপুরে ওপর হামলা আদিবাসী পরিবারের

×
Comments :0