Auto Kundghat

অটো ভাঙচুর তৃণমূলের, তীব্র ক্ষোভ কুঁদঘাটে

কলকাতা

দাদাগিরি ফলাতে অটো স্ট্যান্ডে চড়াও হয়ে চলল উদ্দাম হামলা। ভাঙচুর হয়েছে দুটি গাড়ি। আহত হয়েছেন অটো চালকরা। কুঁদঘাট এলাকায় এই দাদাগিরির জন্য স্থানীয়রা সরাসরি দায়ী করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। 
টালিগঞ্জ এর কাছে কুঁদঘাটের এই ঘটনায় রবিবার বেশ কিছুক্ষণ বন্ধ থাকে অটো চলাচল। ‌
স্থানীয় সূত্র জানাচ্ছে শনিবার গভীর রাতে গঙ্গা পুরী কমিউনিটি হলের সামনে একটি দুর্ঘটনা হয়। আহতকে নিয়ে যাওয়ার জন্য একটি অটো দাঁড় করানোর চেষ্টা হয়। অটোচালক কোনো কারণে ভয় পেয়ে পালিয়ে সোজা চলে যান ঢালিপাড়া অটো স্ট্যান্ডে। 
অভিযোগ, কিছু পরে ওয়েস্টেন্ডে চড়াও হয় তৃণমূলের বাহিনী। স্থানীয় তৃণমূল নেতা প্রীতম সাহার নেতৃত্বে দাঁড়িয়ে থাকা দুটি অটো ভাঙচুর করা হয়। আহত হন রঞ্জিত নস্কর নামে এক অটোচালক। এই বাহিনী কিছু পরে অলোক নস্কর নামে আরেক অটোচালকের বাড়িতে চড়াও হয়ে তাঁর অটো ভাঙচুর করে। এর মধ্যে একটি নতুন অটো ছিল। 
রবিবার সকাল থেকে ক্ষোভ আছড়ে পড়ে এলাকায়। এলাকার সিআইটিইউ নেতা এবং অটোচালক আন্দোলনের দীর্ঘদিনের সংগঠক দেবাশিস সাহা জানিয়েছেন, হুমকি দিয়ে আপাতত খুব ঠান্ডা করার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। দীর্ঘদিন এরকমই থ্রেট কালচার চলছে অটোচালকদের ওপর।
তিনি বলেন , “আহত অটোচালক রঞ্জিত নস্কর এমনকি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে বা এফ আই আর করাতে রাজি হচ্ছেন না। তবে তৃণমূলের এই ভূমিকার নিন্দা করছেন সর্বস্তরের সাধারণ মানুষ।”

Comments :0

Login to leave a comment