BJP

রাজ্যে ২৫ সাংগঠনিক জেলায় সভাপতি ঘোষণা বিজেপি’র

রাজ্য

রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টিতে সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। এর মধ্যে ১৭ জেলায় নতুন মুখ আনা হয়েছে। 
সভাপতি ঘোষণা করা হয়েছে কলকাতা উত্তর-দক্ষিণ, শ্রীরামপুর, মালদহ উত্তর-দক্ষিণ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কাঁথি, কলকাতা উত্তর শহরতলি, শিলিগুড়ি, জয়নগর, জঙ্গিপুর, জলপাইগুড়ি, হুগলি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, তমলুক, বর্ধমান, উত্তর নদীয়া, বসিরহাট, বারাসাত, বাঁকুড়া, আসানসোল, আরামবাগ, হাওড়া সদর। এখনও ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা বাকি রয়েছে। 
উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ মোট ৮টি সাংগঠনিক জেলায় সভাপতি অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে। দুই বিধায়ককে সরিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতি পদ থেকে। কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ দাসকে সরিয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সোমনাথ রায়কে। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষকে সরিয়ে আরামবাগ সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত বেরাকে। 
সদ্য বিজেপি থেকে তৃণমূলে যাওয়া হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের এলাকায়ও নতুন সভাপতি এনেছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে মলয় সিংকে। 
সঙ্ঘ প্রধান মোহন ভাগবত গত মাসে রাজ্য সফর করে গেছেন। ১০ দিন ছিলেন পশ্চিমবঙ্গে। সূত্রের খবর তিনি একাধিক সাংগঠনিক বৈঠকে করেছেন। জেলা সভাপতি বাছাইয়ে সেই পরিকল্পনার প্রভাব রয়েছে বলে জানাচ্ছে সংশ্লিষ্ট অংশ।

Comments :0

Login to leave a comment