বই | মুক্তধারা
গোপন নজরদারিতে বিপন্ন দেশ
প্রদোষকুমার বাগচী
ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার অধিকার আমার আপনার সকলের মৌলিক অধিকার। কিন্তু সেই অধিকার কি আর সুরক্ষিত আছে? এখন আমাদের সব গোপন তথ্য জেনে নিতে পারে রাষ্ট্র। আপনি কি জানেন যে স্মার্ট ফোনে কোনও কথা বললেই সে কথাও রেকর্ড হতে থাকে। আগেও নানাভাবে রেকর্ড করা হতো। কিন্তু বর্তমানে সেই কাজ আপনিই নিজেই করে রাখছেন আপনার হাতের মোবাইল দিয়ে। কবে কোন মিষ্টির দোকানে গেছেন বা ঘুরতে গেছেন সমুদ্রপাড়ে, সবই নোট হচ্ছে এখন আপনার স্মার্ট ফোনে। আপনি মুছে দিলেও তা থেকে যাবে। পেগাসস স্পাইওয়ার দিয়ে আপনার কম্পিউটার বা মোবাইলে আপত্তিকর তথ্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। আপনার মোবাইল না ধরেও মোবাইল অপারেটরকে দিয়ে আপনার সঙ্গে কার কি কথা হয়েছে সব জানা যাবে। ২০১৮সাল থেকে কেন্দ্রীয় সরকার ১০টি সংস্থাকে আপনার উপর গোপনে নজরদারি করার অধিকার দিয়েছে। আপনি জানতেও পারবেন না যে আপনার উপর কে কিভাবে নজরদারি চালাচ্ছে। তার উপর রয়েছে আধার কার্ড। এই কার্ডে তুলে ধরা আপনার সব ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে না তো বাইরে? জানতে হলে বইটিতে একবার চোখ বুলিয়ে নিতে হবে।
রাষ্ট্রের গোপন নজরদারি
দেবেশ দাশ।ন্যাশনাল বুক এজেন্সি। ১২এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। কলকাতা—৭০০০৭৩। ৭৫টাকা।
Comments :0