DURAND CUP 2025

ডুরান্ডে অঘটন, মহামেডানকে হারাল ডায়মন্ড হারবার

খেলা

সোমবার যুবভারতীতে অঘটন ঘটাল ডায়মন্ড হারবার এফসি। মহামেডান স্পোর্টিংকে ডুরান্ড কাপের ম্যাচে ২-১ গোলে হারিয়ে দিল কিবু ভিকুনার দল। ম্যাচের ২৬ মিনিটে গোল করে মহামেডানকে এগিয়ে দেন এডিসন। প্রথমার্ধে ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ দেয় ডায়মন্ড হারবার এফসি। ৫১ মিনিটে হেডে গোল করেন সাইরাউত কিমা। একটু পরে সদ্য যোগ দেওয়া লুকা মাজেনকে নামান কোচ কিবু। কোচের আস্থার প্রতি মর্যাদা দিয়েই ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+৯ মিনিটে জয়সূচিক গোলটি এল লুকারই পা থেকে। মহামেডান গোলরক্ষক আগুয়ান শুভজিতের ভুলেই বল পেয়ে যান লুকা। ফাঁকা জালে বল জড়িয়ে দেন লুকা। ডুরান্ডের অভিষেক ম্যাচেই মহামেডানের মত বড় দলকে পরাস্ত করে ডায়মন্ড হারবার বুঝিয়ে দিল যে তারা লম্বা রেসের ঘোড়া।

Comments :0

Login to leave a comment