চেস উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতলেন ভারতের দিব্যা দেশমুখ। প্রথম ভারতীয় হিসেবে এই অন্যন্য কৃতিত্ব অর্জন করলেন বছর ১৯-র দিব্যা । সোমবার তার দেশজ দাবাড়ু তারকা কোনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বকাপ জিতল দিব্যা। রবিবারের লড়াইয়ের পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সোমবারের টাইব্রেকারের প্রথম র্যাপিডেও ফলাফল ড্র হয়েছিল। তবে দ্বিতীয় র্যাপিডে বাজিমাত করলেন দিব্যা। প্রথম র্যাপিডেই কোনেরু বেশ কয়েকটি ভুল করায় অ্যাডভান্টেজ পেয়ে যায় দিব্যা। শেষ র্যাপিডে ১.৫ - ০.৫ পয়েন্টের ব্যবধানে এই ঐতিহাসিক জয় পেলেন দিব্যা ।
FIDE WOMEN'S WORLD CUP 2025
দাবায় বিশ্বজয় দিব্যার

×
Comments :0