সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পার্টির সাধারণ সম্পাদক এমএ বেবি।
পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ হয়েছে। গত শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। এই ঘটনাক্রমের উল্লেখ করে বেবি বলেছেন, এই পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।
সোমবার বেবি এই চিঠিতে বলেছেন, সংঘর্ষবিরতি ঘোষণার পরও বেশ কিছু বিষয়ের উদ্বেগ থেকেই যাচ্ছে। ২২ এপ্রিলের ঘটনার পর দেশ জুড়ে মানুষের যে ঐক্য ও সংহতি লক্ষ্য করা গেছে তা সন্ত্রাসবাদ দমনে আমাদের মূল চালিকা শক্তি।
তিনি আরও লিখেছেন যে আমাদের দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে যে ভাবে উগ্র ঘৃণা ও বিদ্বেষ প্রচারের জন্য ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। যা মানুষের মধ্যে বিভ্রন্তি সৃষ্টি করছে।
ভারত পাকিস্তান দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে ভারত সরকারের কোনও প্রতিনিধির আগে কেন মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা করবেন সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বেবি বলেন আমাদের দেশের বিদেশ নীতি হলো ভারতের সঙ্গে কারোর কোনও বিরোধ লাগলে তা দ্বিপাক্ষিক ভাবে নিষ্পত্তি করা হবে। কোনও তৃতীয় পক্ষ এই মধ্যে হস্তক্ষেপ করবেন না। তাই এই পরিস্থিতি কেন তৈরি হলো যে মার্কিন প্রেসিডেন্টকে ঘোষণা করতে হলো, তা নিয়ে বিস্তারিত ভাবে জানানো প্রয়োজন। সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।
MA BABY
সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি বেবির

×
Comments :0