Bhaichung Baby

ফিদেল শতবার্ষিকী ম্যাচে ফুটবল মাঠে বাইচুং-বেবি

জাতীয়

ফিদেল কাস্ত্রোর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হলো দিল্লিতে। দিল্লি সংহতি কমিটি একাদশের সঙ্গে খেলা হলো কিউবার রাষ্ট্রদূত একাদশের। খেলায় অংশ নেন ফুটবল কিংবদন্তী বাইচুং ভুটিয়া। অংশ নেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
কাস্ত্রোর শততম জন্মদিন উপলক্ষে গোটা বিশ্ব জুড়েই নানা কর্মসূচির মাধ্যমে তা পালন করা হচ্ছে। বুধবার ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবা'র পক্ষ থেকে ফিদেল কাস্ত্রো সেন্টিনারি ফুটবল কাপ আয়োজন করা হয়েছিলো দিল্লিতে। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন ছাত্রযুবদের দল অংশ নেয় এদিন। 
তার সাথেই আজ একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় পীতমপুরায়। সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, পলিট ব্যুরো সদস্য বিজু কৃষ্ণাণ ও অরুণকুমারও খেলতে নামে জার্সি গায়ে। সঙ্গে ছিলেন দিল্লির কিউবা দূতাবাসের প্রথম সম্পাদক মাইকি দিয়াজ পেরেজ , কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান সহ অন্যান্যরা। 
এদিন প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাইচুং ভুটিয়া ও ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সি কে বিনীত। এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও সভাপতি আদর্শ এম সাজিও খেলেন। টাইব্রেকারে কিউবান রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন অ্যাম্বাসাডরস ইলেভেন বাইচুংয়ের নেতৃত্বাধীন সলিডারিটি কমিটির দলকে শেষ মুহূর্তে হারিয়ে জয়লাভ করে।

Comments :0

Login to leave a comment