লোকালয়ে এসে জখম হল একটি বাইসন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের গরুমারা জঙ্গলের দক্ষিণ প্রান্তের রামসাই গ্রাম পঞ্চায়েতের চাকুলার হাট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় রাস্তার ধারে বাইসনটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বাইসন দেখতে ভিড় জামায় প্রচুর মানুষ।এরপর স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রামসাই স্কোয়াডের বন কর্মীরা। বনকর্মীরা জেসিবি দিয়ে বাইসনটিকে ট্রলিতে তুলে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীদের অনুমান বাইসনটি সম্ভবত রাতে লোকালয়ে এসেছে। ছোটাছুটি করতে গিয়ে কোন কারণে গুরুতরভাবে চোট পায়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রাতে রাস্তার উপরে ছুটাছুটি করার সময় রাস্তা পার হতে গিয়ে রাস্তা থেকে ১৫ -২০ ফুট দূরে চা বাগানের পাশে পড়ে থাকতে দেখা যায় বাইসন টিকে। সম্ভবত কোমরের দিকে গভীর চোট পাওয়ার কারণে বাইসনটি উঠে দাঁড়াতে পারছে না। বাইসনটিকে চিকিৎসার জন্য নিয়ে যায় বন বিভাগের কর্মীরা। বারবার এভাবে বাইসন লোকালয়ে চলে আসায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Bison
জলপাইগুড়িতে লোকালয়ে বাইসন

×
Comments :0