জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নিকটবর্তী নওগামে থানায় বিস্ফোরণ। সূত্রের খবর সেখানে মজুত থাকা বাজেয়াপ্ত বিস্ফোরকের থেকে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই ঘটনায় ন'জন নিহত হয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পুলিশ কর্মী এবং ফরেনসিক টিমের কর্মী ছিলেন, যারা বিস্ফোরক পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্তাও বিস্ফোরণে নিহত হয়েছেন। বিস্ফোরণটি ঘটে যখন তখন তারা হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক উপাদানগুলি পরীক্ষা করছিলেন। আহতদের ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসকিমস)-এ নিয়ে যাওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীরের পুলিশ (ডিজিপি) নলিন প্রভাত বলেছেন যে একজন রাজ্য তদন্ত সংস্থার কর্তা, তিনজন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কর্মী, দুইজন ক্রাইম উইং কর্মী, দুইজন রাজস্ব কর্মী এবং দলের সাথে যুক্ত একজন নিহতদের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, ২৭ জন পুলিশ সদস্য, দুইজন রাজস্ব কর্মী এবং তিনজন ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল রাত ১১:২০টার দিকে একই সময়ে একটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটে কাশ্মীরে।
নওগাম পুলিশ স্টেশনই এলাকার বিভিন্ন স্থানে জইশ-ই-মহম্মদ সংগঠনের পোস্টার দেখা গিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Jammu and Kashmir
জম্মু ও কাশ্মীরের থানায় বিস্ফোরণ, মৃত ৯ আহত ৩২
×
Comments :0