প্রচার চলছে মাইক ছাড়াই। কৃষিজীবীদের মধ্যে, শ্রমজীবীদের মধ্যেও। প্রচারের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বুধবার বৈঠক হয়েছে সারা ভারত কৃষক সভার মালদহ জেলা কাউন্সিলের।
এদিন জেলা কাউন্সিল সভায় বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার।
রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষিজীবীরা শামিল ফসলের ন্যায্য মজুরি থেকে জমি হাঙরদের হটিয়ে দেওয়ার লড়াইয়ে।
আলুর ন্যায্য মজুরি নেই। সরকারি সহায়তাতেও কৃষকের দামি মানা হচ্ছে না। কৃষকসভার দাবি কেজি-তে অন্তত ১৩ টাকা দরে কিনতে হবে আলু। সেই দাবিতে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ।
কৃষক এবং খেতমজুররা সরাসরি জমির লড়াইও চালাচ্ছেন। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে দেওয়া পাট্টা বাতিল করা হচ্ছে। নথি বদলে দেওয়ার অভিযোগ তুলেও হয়েছে বিক্ষোভ। চলতি সপ্তাহেই হুগলীর দাদপুরে পাট্টার জমিতে অধিকার বজায় রাখতে মাতব্বর এবং পুলিশের সঙ্গে সামনাসামনি যুঝেছেন কৃষিজীবীরা। বুধবার মালদহের সভায় অমল হালদার বলেন, সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাতে হবে, কথা বলতে হবে। তাদের সমস্যা শুনতে হবে ও পাশে থাকতে হবে। পাশাপাশি তিনি দেশ ও রাজ্যের দুই সরকারের জাত পাত ধর্ম নিয়ে মানুষকে বিভাজিত করে যে রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে তা রুখতে হবে। একই সাথে তিনি দুই সরকারের দুর্নীতি, কর্পোরেট স্বার্থবাহী নীতির কথা তুলে দেশে ও রাজ্যে জাল স্যালাইন ও ওষুধের রমরমা হচ্ছে তা তুলে ধরে এ নিয়ে সদস্যদের মানুষকে সতর্ক করার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন্ রণজিত চক্রবর্তী, জেলা সম্পাদক প্রণব চৌধুরী, সভাপতি নৈমুদ্দিন শেখ। সভায় গণতান্ত্রিক আন্দোলনের নেতা অম্বর মিত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।
Brigade Campaign Maldaha
ব্রিগেডের প্রচারে সব অংশের কাছে পৌঁছানোর আহ্বান কৃষক নেতার

×
Comments :0