আরজিকর মামলায় কলকাতা হাইকোর্টের কেস ডাইরি জমা দিলে সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগের দিন শুনানিতেই জানতে চেয়েছিলেন আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর দলবদ্ধ ধর্ষণ হয়েছিল কিনা? আজ সিবিআই এই স্ট্যাটাস রিপোর্টে বলেছে এটা দলবদ্ধ ধর্ষণ নয়। তাঁরা আরও জানিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নমুনা ডিএনএ টেস্টের জন্য ফরেনসিকে পাঠানো হয়েছিল। সেইখানে ডিএনএ টেস্ট করে একজনেরই নমুনা পাওয়া গেছে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে প্রশ্ন করেন, এখন আপনারা কী করছেন?সিবিআই হাইকোর্টে জানিয়েছে, "আমরা ইতিমধ্যে যে নার্স ও ডাক্তার সহ ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছিল তাঁদের বয়ানকে খতিয়ে দেখছি। এছাড়াও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিচারপতি আগামী ২৩ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই কে প্রশ্ন করে বৃহত্তর ষড়যন্ত্র বলতে আপনারা ঠিক কি বোঝাতে চাইছেন। দলবদ্ধ ধর্ষণ নাকি তথ্য প্রমান লোপাট ও বিকৃত করা? সিবিআই তখন বলে এটি তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা এই বিষয়ে তদন্ত করছি। মূলত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কী না টা দেখছি।
উৎপল ব্যানার্জি বলেছেন, "সিবিআই এখনও পর্যন্ত যা তথ্য পেয়েছে তার প্রেক্ষিতে বলছে একজন নমুনা পাওয়া গেছে। কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রে আরও অনেকে যারা যুক্ত তাঁদেরকে তদন্তের আওতায় আনতে হবে। আজকের হাইকোর্টের সবাই জবাবে আমরা আলোর রেখা দেখতে পাচ্ছি।"
শিয়ালদহ আদালতে একই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। শিয়ালদহ আদালত আগামী ১৬ ই এপ্রিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Comments :0