Uluberia Rally

সম্প্রীতির ডাকে শান্তি মিছিল উলুবেড়িয়ায়

জেলা

বৃহস্পতিবার সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর দক্ষিণ ও উলুবেড়িয়া-১ এরিয়া কমিটির উদ্যোগে শান্তি মিছিল। ছবি: মনিরুল হক

শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি মিছিল হলো উলুবেড়িয়ায়। বৃহস্পতিবার সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর দক্ষিণ ও উলুবেড়িয়া-১ এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল হয়। ঈদ-রামনবমী ঘিরে বিভাজনের চেষ্টাকে ঠেকাতে রাজ্যের বিভিন্ন এলাকায় স্থানীয় স্তরে এমন মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআই(এম)।
মিছিল শেষে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নামে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। থানায় ডেপুটেশন চলাকালীন থানার বাইরে বিক্ষোভ সমাবেশে বহু মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবারই সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে ঈদ-রামনবমী পর্বে সম্প্রীতি রক্ষার শপথে বিভিন্ন এলাকায় মিছিল করবে সিপিআই(এম)।
উলুবেড়িয়া স্টেশন থেকে শুরু হয়ে মিছিল। বাজারপাড়া, নোনা, গরুহাটা, কলেজ, কোর্ট, মহকুমা শাসকের অফিস হয়ে উলুবেড়িয়া থানায় এসে শেষ হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সাবিরউদ্দিন মোল্লা, অপর্ণা পুরকাইত, গৌতম পুরকাইত, দীপেন্দু মণ্ডল, প্রবীর ধাড়া। সভা পরিচালনা করেন সিপিআই(এম) নেতা নিমাই সর্দার।

Comments :0

Login to leave a comment