বিভাজনের রাজনীতি চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি- দু’দলই। দুই দলেরই জনবিরোধী অবস্থান এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সারা রাজ্যে আন্দোলনের ডাক দিল সিপিআই(এম) রাজ্য কমিটি।
মঙ্গলবারই শেষ হয়েছে দু’দিনের রাজ্য কমিটি বৈঠক। এদিন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিবৃতিতে বলেছেন যে রাজ্য কমিটিতে আলোচনায় আলোচনায় রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে আন্দোলনকে তীব্রতর করার ওপরে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেখানকার সংখ্যালঘু মানুষের অধিকার ও নিরাপত্তা দাবি করার পাশাপাশি ভারত সহ সর্বত্র সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার দাবিতে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা ঘিরে এরাজ্যে যেভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করা হচ্ছে তার বিরুদ্ধেও ধারাবাহিক প্রচার চালানোর সিদ্ধান্ত হয়েছে।
জনজীবনের গুরুত্বপূর্ণ ইস্যু ও আন্দোলনের নতুন উপাদানের ভিত্তিতে গণসংগ্রাম গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।
২২-২৫ ফেব্রুয়ারি হুগলীর ডানকুনিতে রাজ্য সম্মেলন। নদীয়া, হুগলী, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমের সম্মেলন সম্পন্ন হয়েছে। বিবৃতিতে সেলিম বলেছেন, এই সম্মেলনগুলির অভিজ্ঞতা রাজ্য কমিটির সদস্যরা বৈঠকে তুলে ধরেছেন।
জানুয়ারি থেকে সদস্যপদ পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু হবে সিপিআই(এম)-এ। বিবৃতিতে সেলিম বলেছেন, বিদায়ী বছরে আন্দোলন সংগ্রামে বহু নতুন মানুষ এগিয়ে এসেছেন, অংশগ্রহণ করেছেন। বিশেষত তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এই পরিপ্রেক্ষিতে সামাজিক বিন্যাস অনুসারে পার্টিতে নতুন অন্তর্ভূক্তি আরও বাড়াতে হবে। তরুণ প্রজন্ম এবং মহিলাদের পার্টির অভ্যন্তরে আরও বেশি করে নিয়ে আসা ইত্যাদি বিষয়েও আরও গুরুত্ব আরোপ করার বিষয় আলোচিত হয়েছে রাজ্য কমিটির সভায়।
Politics of Polarization
বিভাজনের রাজনীতি রুখতে আন্দোলনের আহ্বান সিপিআই(এম) রাজ্য কমিটির
×
Comments :0