Mumbai

খারাপ হাতের লেখার জন্য ছাত্রের হাত পুড়িয়ে দিলেন শিক্ষিকা

জাতীয়

হাতের লেখা খারাপ, তাই ছাত্রের হাত পুড়িয়ে দিলেন গৃহশিক্ষিক। নির্মম এই ঘটনা ঘটেছে মুম্বাইয়ের মালাদে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২৮ জুলাই ঘটনাটি ঘটেছে।
আট বছর বয়সী তৃতীয় শ্রেণির পড়ুয়া মহম্মদ হামজা খান মালাদের বাসিন্দা রাজশ্রী রাঠোরের কাছে পড়তেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও সে সেখানে যায়। হামজার বাবা জানিয়েছেন সেদিন সন্ধ্যা সাতটার সময় সে ছেলে দিয়ে আসে পড়ার জন্য। তারপর রাত ৯টা নাগাদ ওই শিক্ষিকা তাকে ফোন করে জানান যে তার ছেলে কান্নাকাটি করছে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। 
ছাত্রের বাবা সেখানে গিয়ে জানতে পারেন যে তার হাতের লেখা খারাপ হওয়ার জন্য শিক্ষিকা শাস্তি দেওয়ার জন্য তার হাত একটি জ্বলন্ত মোমবাতির ওপর ধরে রাখে। যার জেরে তার হাত পুড়ে যায়। ঘটনার পর ছাত্রের বাবা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য একটি ওষুধের দোকানে নিয়ে যায়, সেখান থেকে তাকে পাঠানো হয় হাসপাতালে।
ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment