Parliament CISF

রাজ্যসভায় সাংসদদের আটকাতে কেন্দ্রীয় বাহিনী!

জাতীয়

রাজ্যসভার কক্ষের ভেতরে ঢুকে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ। শুক্রবার কড়া প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। 
বিরোধী দলগুলির পক্ষে মত জানিয়ে খাড়গে লিখেছেন, ‘‘আমরা স্তম্ভিত, আশ্চর্যও। সিআইএসএফ’র জওয়ানরা কক্ষের ওয়েলে ছুটে যাচ্ছে। রাজ্যসভার সদস্য সাংসদরা গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রতিবাদ করতে যেতেই এই বাহিনীকে বাধা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।’’ 
খাড়গে লিখেছেন, ‘‘বৃহস্পতিবারের পর শুক্রবারও একই দৃশ্য দেখলাম আমরা। সংসদে কি এতটাই নিচে নামিয়ে আনা হচ্ছে? এই পদক্ষেপ নিন্দনীয়। আমরা একযোগে বিরোধিতা করছি।’’ 
খাড়গে লিখেছেন, ‘‘আশা করব ভবিষ্যতে সিআইএসএফ সাংসদদের বাধা দিতে ওয়েলে ছুটে আসবে না। আশা করি জনতার অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দাবি জানাতে গেলে সিআইএসএফ’র বাধার মুখে পড়তে হবে না।’’ 
রাজ্যসভা এবং লোকসভায় বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানানোর অন্যতম রীতি অধ্যক্ষ বা সভাপতির চেয়ার কাছে ওয়েলে নেমে আসা। বিভিন্ন রাজ্যে বিধানসভাতেও এই ছবি বিভিন্ন সময়েই দেখা গিয়েছে। বিজেপি’র সাংসদরা বিরোধী আসনে থাকার সময় বহু ক্ষেত্রে তা করেছেন। এখন সেই প্রতিবাদ আটকাতে নামানো হচ্ছে আধাসেনা।

Comments :0

Login to leave a comment