QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 24 JULY 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ২৪ জুলাই ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  24 JULY 2025 3rd YEAR

বলতে পারো অমল কর নতুনপাতা,  উত্তর :  ২৪ জুলাই ২০২৫, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১.   লিওনেল মেসি মোট কতগুলো গোল করেছেন?
২. ২০২৫ সালে ওয়ার্ল্ড বক্সিং কাপে মহিলাদের ৫৪ কেজি বিভাগে কে স্বর্ণপদক পেলেন?
৩. কে ছিলেন অক্ষয়কুমার দত্ত?
৪. কে ছিলেন বিজন ভট্টাচার্য? 
৫. কে ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়?
৬. সাম্প্রত সময়ে কে পেলেন নোবেল পুরস্কার তুল্য কম্পিউটার সায়েন্সে সর্বোচ্চ পুরস্কার "গোডেল প্রাইজ"?

জিজ্ঞাসা

১. লিওনেল মেসি আমেরিকার মেজর সকার লিগে ৫ ম্যাচে ১০ গোল দিয়ে মোট গোল করেন ৮৭২টি।
২. ২০২৫ সালে ওয়ার্ল্ড বক্সিং কাপে মহিলাদের ৫৪ কেজি বিভাগে স্বর্ণপদক পেলেন ভারতের সাক্ষী চৌধুরী ।
৩. অক্ষয়কুমার দত্ত (জন্ম ১৫/০৭/১৮২০) ছিলেন নবজাগরণের অগ্ৰপথিক, বৈজ্ঞানিক যুক্তিবাদী ,লেখক ও সাংবাদিক, বিদ্যাদর্শন ও তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক,চারুপাঠ ইত্যাদি বহু গ্ৰন্থপ্রণেতা।
৪. বিজন ভট্টাচার্য (জন্ম১৭/০৭/১৯০৬) ছিলেন নাট্যব্যক্তিত্ব অভিনেতা নির্দেশক প্রযোজক। তিনি ফ্যাসিবাদ  বিরোধী লেখক শিল্পী গোষ্ঠী ও আইপিটিএ- র সাথে যুক্ত ছিলেন। ক্যালকাটা থিয়েটার ও কবচ-কুণ্ডলা নাট্যদলের প্রতিষ্ঠাতা।আগুন,নবান্ন, মরাচাঁদ , প্রভৃতি নাটকে অভিনেতা ও নির্দেশক।
৫. দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় (জন্ম ১৯/০৭/১৮৬৩)ছিলেন বিশিষ্ট নাট্যকার গীতিকার  সুরকার ভারতবর্ষ(১৯১২) পত্রিকার সম্পাদক ও  ৫০০টি গান রচয়িতা।
৬. ২০১৯ সালে ডেভিড জুকারম্যানের সাথে যৌথভাবে 'এক্সপ্লিসিট টু-সোর্স এক্সট্রাকটর্স অ্যান্ড রেজিলিয়েন্ট ফাংশন্স'  গবেষণা করে ভারতের ঈশান চট্টোপাধ্যায় কম্পিউটার সায়েন্সে সর্বোচ্চ 'গোডেল প্রাইজ' পেলেন।

Comments :0

Login to leave a comment