বৃহস্পতিবার গভীর রাতে ( শুক্রবার ) কলকাতায় পা দিয়েছিলেন মোহনবাগানের হেড কোচ জোসে মলিনা। শুক্রবার মোহনবাগান মাঠে অনুশীলনেও নেমে গেলেন তিনি। তারই তত্ত্বাবধানে মোহনবাগানের গোটা ভারতীয় ব্রিগেড অনুশীলন সারল মোহনবাগান মাঠে। বিদেশিদের মধ্যে একমাত্র ছিলেন ডিফেন্ডার টম অ্যালড্রেড। শুক্রবার সকাল ৯:৩০ টায় কলকাতায় পা দিয়েই বিকেলে চলে এলেন অনুশীলনে। এছাড়াও শুক্রবারের অনুশীলনে যোগ দিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। অনুশীলন শুরুর সময় ছিল বিকেল ৫ টা থেকে। তবে তা কিছুটা বিলম্ব হয়। মাঠে নামার আগে দ্রেসিং রুমেই মলিনা তার অন্যান্য সহকারীদের সঙ্গে বৈঠক সাড়েন। এরপর একে একে টানেলের মধ্যে দিয়ে মাঠে প্রবেশ করেন লিস্টন, মনবির, শুভাশিষ, সাহাল, অভিষেকরা। প্রতি বছরের ন্যায় নিজেদের প্রথা মেনেই সবুজ মেরুন সমর্থকরা পুষ্পবৃষ্টির মাধ্যমেই বরণ করে নিলেন খেলোয়াড় ও কোচেদের। প্রথমে হালকা স্ট্রেচিংয়ের পর ফিটনেস অনুশীলনেই মূলত জোর দেওয়া হয়। সহকারী কোচ বাস্তব রায়ের সঙ্গে মাঠেই দীর্ঘক্ষণ শলা পরামর্শ করতে দেখা যায়। আগামী ৪ আগষ্ট বিএসএফের বিরুদ্ধে ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে মোহনবাগান। তার আগেই হেড কোচ মলিনা চলে আসায় তা যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে মোহনবাগান দলকে।আগামী শনিবার ছড়া ৮:১৫ নাগাদ কলকাতায় পা রাখবেন মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ।
Mohunbagan Practice
মলিনার তত্ত্বাবধানে অনুশীলন শুরু মোহনবাগানের

×
Comments :0