Medinipur Citizens

মেদিনীপুরে ছাত্রদের উপর তৃণমূল ও পুলিশের যৌথ আক্রমণের বিরুদ্ধে পথে নাগরিকরা

জেলা

'যাদবপুর থেকে মেদিনীপুর, রুখে দাঁড়াক প্রতিরোধের সুর' এই স্লোগানকে সামনে রেখেই পথে নামলেন মেদিনীপুরের নাগরিকরা। মেদিনীপুর কলেজে ছাত্র ধর্মঘট করতে গিয়ে তৃণমূলের হাতে আহত হয় কলেজের পড়ুয়ারা। পুলিশ গ্রেপ্তার করে তাঁদের। করা হয় নৃশংস নির্যাতন। সেই ঘটনার বিরুদ্ধে মেদিনীপুর শহরে নাগরিক মিছিল করা হয়। মিছিলে সামিল হন ছাত্র -অভিভাবক ও সমাজের বিশিষ্টজনেরা।

ক্যাম্পাসে গণতন্ত্রিক পরিবেশ ফেরাতে ও রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেই দাবি নিয়ে ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সাথে কথা বলতে চায় বাম ছাত্র সংগঠন গুলি। ওই দিন ওয়েবকুটার সভায় যোগ দিতে যাদবপুর আসনে শিক্ষামন্ত্রী। সেখানেই বাঁধে ধুন্ধুমার। আহত যাদবপুরের বেশ কয়েকজন ছাত্র। ইন্দ্রানুজ রায়, অভিনব বসু, রাসেল পারভেজ শোনো অন্য ছাত্র ছাত্রীরা। সেই ঘটনার প্রতিবাদে এস এফ আই সহ বাম ছাত্র সংগঠন গুলো বিশ্ব বিদ্যালয় ধর্মঘট ডাকে। গত ৩ মার্চ সেই ছাত্র ধর্মঘট করতে গিয়ে গোটা রাজ্য জুড়ে আক্রমণের মুখে পড়তে হয় তাঁদের। মেদিনীপুর কলেজে বহিরাগত তৃণমূলের দুষ্কৃতীরা ঢুকে ছাত্র ছাত্রীদের ওপর চড়াও হয়। শারীরিক নিগ্রহ করা হয় তাঁদের। সাথে চলে পুলিশি দমন পীড়ন। ওই কলেজের ছাত্রী সুচরিতা দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। জেলের মধ্যেই চলে দফায় দফায় শারীরিক নিগ্রহ। বুট দিয়ে লাঠি মারার অভিযোগ করে ওই ছাত্রী। ইতি মধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন সুচরিতা, আঁখি, শাঁওলিরা। মেদিনীপুরের রিং রোড জুড়ে নাগরিক মিছিল করা হয়। মিছিলে উপস্থিত হয় মেদিনীপুর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা। ছিলেন অনেক অভিভাবক, স্থানীয় স্কুল গুলির শিক্ষক শিক্ষিকা, আইনজীবী, সাহিত্যিকরাও। মিছিল থেকেই ছাত্রছাত্রীরা স্লোগান দেয় 'আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার'।


 

Comments :0

Login to leave a comment