অ্যাসিড হামলায় অপরাধীর দশ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা জরিমানার রায় দিয়েছে রানাঘাটের ফাস্ট ট্র্যাক আদালত।
রানাঘাট পুলিশ জেলার তরফে জানানো হয়েছে যে নদীয়ার তাহেরপুর থানায় শঙ্কর দাস এক মহিলাকে নিয়মিত উত্যক্ত করত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০২১’র অক্টোবরে ওই মহিলার ঘরে ঢুকে অ্যাসিড ছোঁড়ে।
আক্রান্তকে মনোরমা হসপিটেক্সে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত শঙ্কর দাসকে গ্রেপ্তার করে তদন্ত চলে। দায়ের হয় মামলা। সেই মামলারই রায় দিয়েছে ফাস্ট ট্র্যাক আদালত।
Acid Attack
তাহেরপুরে অ্যাসিড হামলায় দোষীর দশ বছরের জেল

×
Comments :0