ঈদে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় প্রত্যয় নিয়ে মানববন্ধন করল ডিওয়াইএফআই। পবিত্র উৎসব ঈদ। খুশি এবং আনন্দের মিলনউৎসব। মানুষের মধ্যে সৌহার্দ বিনিময়ের দিন। ঈদে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় প্রত্যয় নিয়ে মানববন্ধন করল ডিওয়াইএফআই। রায়গঞ্জ ঈদ গাহ ময়দানের সামনে রাখি বেঁধে, ফল জল সামান্য টিফিন দিয়ে শুভেচ্ছা জানালেন সংগঠনের পক্ষ থেকে। রায়গঞ্জ শহর লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ছিলেন জয়দ্বীপ সেনগুপ্ত, বিশ্বদীপ কুণ্ডু, মিঠু রায়। নেতৃত্বরা জানান, প্রতিবছর এইদিন সম্প্রীতির বন্ধনে মিলিত হয়ে ফল জল দেওয়া হয়ে থাকে। পাশে রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস দাঁড়িয়ে থেকে সকল বন্ধু প্রেমীদের ঈদের শুভেচ্ছা জানালেন।
DYFI
ঈদে সম্প্রীতির বার্তা যুবদের

×
Comments :0