নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। যার মধ্যে ৪ জন শিশু ও বেশ কয়েক জন মহিলাও রয়েছে। আহত বহু। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। জানা যাচ্ছে আহতদের মধ্যে ৯ জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
ঘটনার পর দিন সকাল থেকে নয়া দিল্লি স্টেশনে অনেক পুলিশ অধিকারককে নিযুক্ত করা হয়েছে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। টেরাত্নে দড়ি দিয়ে লাইন করা হয়েছে। সুষ্ঠভাবে সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে। যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। মৃতদের পরিবার কে ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণের কথা জানিয়েছে উত্তর পূর্ব রেল । এছাড়া গুরুতর আহতদের ২.৫০ লক্ষ টাকা এবং অল্প আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়া হবে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব রেলের দুই উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি তৈরী করা হয়েছে। তাঁরা ঘটনার সময়ের সমস্ত ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংরক্ষিত করার নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় রেলের প্রতি ক্ষোভ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সমাজমাধ্যম এক্সে লিখেছেন, "রেলের অব্যবস্থাপনা ও সরকারের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে।"
New Delhi station stampede
নয়া দিল্লি স্টেশনে পদপিষ্টর ঘটনায় মৃতে বেড়ে ১৮, আহত বহু

×
Comments :0