বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ভারতে বেসামরিক বিমানে ভ্রমণের সময় শিখদের কৃপান বহন করার অনুমতির বিরোধিতা করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে।
আইনজীবী হর্ষ বিভোর সিংগালের দ্বারা জনস্বার্থ মামলার (পিআইএল) আকারে দায়ের করা আবেদনটি গত ৪ মার্চ জারি করা কেন্দ্রের একটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে। ওই বিজ্ঞপ্তিতে শিখ যাত্রীদের ব্লেডের দৈর্ঘ্য ছয় ইঞ্চি এবং মোট দৈর্ঘ্যে নয় ইঞ্চির বেশি নয় এমন কৃপান বহন করার অনুমতি দেয় ভারতে যেকোনো স্থানে ভ্রমণ করার সময়।
Delhi HC
বিমানে কৃপান নিয়ে ভ্রমণের বিরোধীতার পিটিশন খারিজ দিল্লি হাইকোর্টে
×
Comments :0