প্রিতম ঘোষ
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ‘ডিজনি প্লাস হটস্টার’ ও ‘জিও সিনেমা’ অভিন্ন সংস্থায় পরিণত হলো। নতুন সংস্থার বাজার মূল্য ৭০,৩৫২ কোটি টাকা বা ৮.৫ মিলিয়ন ডলার। রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে ৬৩.১৬% ও ডিজনির কাছে ৩৬.৮৪% মালিকানা রয়েছে।
বিনোদন ব্যবসায় এই ‘মার্জার’ বাজারে একচেটিয়া দখলদারি নিশ্চিত করবে।
২০২১-এ ওটিটি প্লাটফর্ম হিসেবে ডিজনি প্লাস হটস্টার ছিল সবার উপরে। ডিজনি প্লাস হটস্টারের কাছে প্রায় ৪ কোটি ৬০ লক্ষ দর্শক ছিল। তবুও ২০২১ ডিজনি প্লাস হটস্টারের ৬০০ কোটি টাকার লোকসান দেখানো হয়। লোকসান ২০২২-এ কমে ৩৪৩ কোটি টাকা হয়। সকলে আশা করে ছিল ২০২৩ থেকে তার লাভ করতে শুরু করবে। কিন্তু ২০২২-এ ডিজনির আইপিএল-এর স্বত্ব সম্প্রসারণের চুক্তি শেষ হয়ে যায়।
সেই সুযোগে ভায়াকম ১৮ (জিও’র) পরের ৫ বছর (২০২৩-২০২৭)-এর জন্য আইপিএল-এর সম্প্রসারণের স্বত্ত্বাধিকার কিনে নেয়।
জিও সিনেমা বিনামূল্যে আইপিএল দেখানোর ঘোষণা করেছিল তখনই। যার ফলে ডিজনির বিপুল ক্ষতি হয়। এছাড়া ২০২৩-এ এইচবিও এবং ডব্লুবি-র অন্য সব সিরিজ ও সিনেমা ভারতে সম্প্রসারণের অধিকারও কিনে নেয়। মাত্র ২৯ টাকা প্রতি মাসে দিলেই পাওয়া যাবে জিও সিনেমার প্রিমিয়াম, যার ফলে দেখা যত এইচবিও-র ‘গেম অফ থ্রোন্স’-এর মতো শো।
এনবিসি ইউনিভার্সাল-এর সঙ্গে ভায়াকম ১৮ (জিও)-এর চুক্তির ফলে আর বহু সিনেমা ও সিরিজ সম্প্রসারণের অধিকার পায়। এরপরে ডিজনি যখন বড় ক্ষতির মুখোমুখি, রিলায়েন্স ‘ডিজনি প্লাস হটস্টার’-কে মিশিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।
Comments :0