DULEEP TROPHY 2025

দলীপ ট্রফির প্রথম সেমির চতুর্থ দিনে ২৯রানে পিছিয়ে সেন্ট্রাল জোন

খেলা

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্ট্রাল অফ এক্সেলেন্সে চলছে দলীপ ট্রফির দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমির চতুর্থ দিনে ৭৬রানে পিছিয়ে রয়েছে সেন্ট্রাল জোন। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট জোনের অধিনায়ক শার্দুল ঠাকুর। সেন্ট্রাল জোনের সরাংশ জৈন তিনটি এবং খালিল আহমেদ দুটি করে উইকেট নেন। রুতুরাজ গায়কোয়াড সর্বাধিক ১৮৪রান করেন। তানুষ কোলতান ৭৬রান করেন। অধিনায়ক শার্দুল ঠাকুর ৬৪করেন। ১০৮ওভারে  ৪৩৮ রানে শেষ হয় ওয়েস্ট জোনের ইনিংস। বর্তমানে ১০৫ওভার খেলে সেন্ট্রাল জোনের রান ৩৬৪। ৫টি উইকেট হারাতে হয়েছে সেন্ট্রাল জোনকে। একটুর জন্য শতরান হাতছাড়া করেন শুভম শর্মা। আউট হন ৯৬রান করে।  ধর্মেন্দ্রসিং জাদেজা তিনটি উইকেট নিয়েছেন ২৯রানে পিছিয়ে রয়েছে সেন্ট্রাল জোন।


অন্য সেমিতে ৩৯৫রানে পিছিয়ে রয়েছে নর্থ জোন। প্রথমে ব্যাট করে নারায়ণ জগদিশানের ১৯৭রানের সৌজন্যে ৫৩৬করে সাউথ জোন। বর্তমানে ১৪১রানে ৩ উইকেট হারিয়েছে নর্থ জোন। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন