CBI Doctor's Murder

আদালতেই হতাশা বাবা-মা’র, ফের অতিরিক্ত চার্জশিটের আশ্বাস সিবিআই’র

রাজ্য

চার্জশিট পেশ করেনি বলে জামিন পেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তারপর দু’মাসেও জমা পড়েনি অতিরিক্ত চার্জশিট। নিহত চিকিৎসকের বাবা-মা ফের হতাশা জানালেন শিয়ালদহ আদালতে। এরপরও, সোমবার, সিবিআই দাবি করেছে যে তদন্ত এগচ্ছে। 
এদিন সিবিআই এমনও দাবি জানায় যে তাড়াতাড়িই পেশ হবে অতিরিক্ত চার্জশিট। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বারেবারেই এই দাবি করে চলেছে।
আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের দেহ মিলেছিল ৯ আগস্ট। গোড়ায় কলকাতা পুলিশ তদন্তের দায়িত্বে থাকলেও কলকাতা হাইকোর্ট দ্রুত তদন্তের দায়িত্ব দেয় সিবিআই-কে। ১৪ সেপ্টেম্বর আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়।
কিন্তু ১৩ ডিসেম্বর ধর্ষণ-খুন মামলায় দু’জনেরই জামিন হয়ে যায় সিবিআই গ্রেপ্তারির ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায়। সিবিআই যে চার্জশিট আদালতে দিয়েছে তাতে কেবলই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় অভিযুক্ত। 
শিয়ালদহ আদালতে নিহত চিকিৎসকের বাবা-মা ফের বলেছেন যে তদন্তে কোনও অগ্রগতি হচ্ছে না। তাঁদের জানানো হচ্ছে না। সিবিআই’র ভূমিকা নিয়ে হতাশা জানান আদালত কক্ষেই। 
সিবিআই যদিও আগের মতোই দাবি করেছে যে তদন্ত চলছে। তদন্তের স্বার্থেই সব কিছু জানানো হচ্ছে না। অভিজিৎ মণ্ডলের মোবাইলের সিম-ও ফেরানো হচ্ছে না। আদালতে সিবিআই জানায় যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি-র মধ্যে কথোপকথন ও ভিডিও বিনিময়ের তথ্য আছে সিম কার্ডে।
এই টালা থানার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিল পরিবার। তাঁদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল কেন, তার ব্যাখ্যা চেয়েছিলেন আগেই। 
চিকিৎসকের পরিবার এবং সংশ্লিষ্টদের বক্তব্য, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পর কেটে গিয়েছে দু’মাসের বেশি সময়। আর জি করে খুন ও ধর্ষণ কাণ্ডে এই পর্বে কাউকে জেরা করেনি সিবিআই। অতিরিক্ত চার্জশিট দেওয়ার কথা বারেবারে বলা হলেও তার জন্য কোনও তৎপরতা নেই।

Comments :0

Login to leave a comment